বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবার পিএইচডি স্কলারশিপ দেবে। এ জন্য ইউজিসি সকল পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধু স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, এমন বিশ্ববিদ্যালয়), সরকারি কলেজ, এমপিও এবং মেধাবী শিক্ষার্থীদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করেছে ।
ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আওতায় এক বছরে সর্বাধিক ৭৫ জনকে এ ফেলোশিপ প্রদানের সুযোগ আছে।
ইউজিসি পিএইচডি ফেলোশিপ আবেদন ফরম, তথ্য ছক, বিজ্ঞপ্তি ও নীতিমালা মিলবে ইউজিসির ওয়েবসাইটে। কমিশনের নির্দিষ্ট ছকে (Proforma) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি এবং সফটকপি ই-মেইলে (director_research@ugc.gov.bd) আগামী ৩১-১২-২০২৪ তারিখের মধ্যে অবশ্যই পরিচালক, রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশন, ইউজিসি, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
আ. দৈ/ সাম্য