ডিজিটাল আর্থিক খাত নিয়ে আগামী প্রজন্মের জ্ঞান ও দক্ষতা বাড়াতে যৌথভাবে অনলাইন কোর্স চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল ও বিকাশ। সঠিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা ও লক্ষ্য অর্জনে ভবিষ্যৎ প্রজন্মকে পারদর্শী করতেই এই কোর্সটি চালু করা হচ্ছে।
আর্থিক ব্যবস্থাপনায় পারদর্শী প্রজন্ম দেশের অর্থনীতির ভিত মজবুত করতে সাহায্য করবে। সেলক্ষ্যেই পার্সোনাল ফিন্যান্স, বাজেটের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, আর্থিক প্রতারণা সম্পর্কে সচেতনতা, আর্থিক লক্ষ্য নির্ধারণ ও অর্জন ইত্যাদি বিষয়ে কোর্সটিতে মৌলিক ধারণা দেয়া হবে।
গতকাল বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪), বিকাশ-এর প্রধান কার্যালয়ে এবিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় বিকাশ এর চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী এবং টেন মিনিট স্কুল-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকাশ তার যাত্রা শুরুর সময় থেকেই নতুন প্রজন্মকে আলোকিত করতে বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ভবিষ্যৎ প্রজন্মকে ক্যাশবিহীন ডিজিটাল আর্থিক জীবনযাত্রায় প্রস্তুত করতেই টেন মিনিট স্কুল-এর সাথে যৌথভাবে ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি বিষয়ক এই কোর্সটি চালু করছে বিকাশ।
আ. দৈ/ আফরোজা