বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬,
১৫ মাঘ ১৪৩২
ই-পেপার

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
সারাদেশ
উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
ফরিদপুরে বিজয় মেলার শেষ দিন আজ
এহসান রানা, ফরিদপুর
Publish: Wednesday, 18 December, 2024, 6:24 PM  (ভিজিট : 156)

ফরিদপুরে চলমান ৩ দিনব্যাপী বিজয় মেলার শেষ দিন আজ। মেলায় কারু-চারু পণ্য, লোকজ, পিঠাপুলিসহ বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসেছেন দোকানিরা। প্রথমদিন থেকেই মেলায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শেষ দিনেও যা ছিল চোখে পড়ার মতো। 
 
মেলার শেষ দিনে শহরের অম্বিকা ময়দানে আজ বুধবার দুপুর থেকে নানা বয়সী দর্শনার্থীদের দেখা যায়। কেউ কিনেছেন পণ্য, আবার কেউ ঘুরেছেন, কেউ তুলেছেন সেলফি, কেউ খেয়েছেন পিঠাপুলি কিংবা ফুচকা। আনন্দে মাতোয়ারা হয়েছে শিশুরাও। বিকাল থেকে কানায় কানায় পূর্ণ ছিল অম্বিকা ময়দান।

এর আগে গত ১৬ ডিসেম্বর বিকালে বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসকসহ অতিথিরা।

উদ্বোধনের দিন থেকে মেলায় বিভিন্ন পসরা নিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। কেউ বিক্রি করছেন শাড়ি ও কামিজ আবার কেউ হাতে তৈরি কলাগাছের পণ্য, কেউবা পিঠাপুলিসহ নানা ধরনের হাতে তৈরি পণ্য নিয়ে বসেছেন। প্রথমদিনেই ক্রেতার উপস্থিতি ভালো এবং বেচাকেনা বেশি হয়েছে বলে জানান উদ্যোক্তারা। 

নারী উদ্যোক্তা সোনিয়া সুলতানা জানান, নারী কর্মীদের হাতে তৈরি বিভিন্ন পোশাক বিক্রি করছি। এখানে শাড়ি, কাপড়, কামিজসহ বিভিন্ন পোশাকে হাতের কাজ শেষে বিক্রি করা হয়। এক হাজার ৫০০ থেকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি রয়েছে। এ সময় ক্রেতাদের ভালো সাড়া পেয়েছেন বলে সন্তোষ প্রকাশ করেন তিনি।’

উদ্যোক্তা আসমা জাহান জানান, আমি পিঠাপুলি নিয়ে বসেছি। ভালোই বিক্রি হয়েছে। বিভিন্ন ধরনের পিঠা রয়েছে। এছাড়া কেকও বিক্রি করছি।

আরেক উদ্যোক্তা স্মৃতি আক্তার জানান, কলাগাছ, পাট ও হোগলা পাতা দিয়ে তৈরি পণ্য বিক্রি করছি। আমাদের পণ্য দেশের বাইরেও পাঠিয়ে থাকি। মেলায় বিভিন্ন পণ্য রয়েছে আমাদের স্টলে। বিশেষ করে ব্যাগ, ফুলের টপ ও বাক্সসহ নানা সামগ্রী।

মেলায় ঘুরতে আসা শিক্ষার্থী সুমাইয়া জানায়, মেলায় এসে খুব ভালো লাগছে। মায়ের সঙ্গে এসেছি। খেলনা কিনেছি এবং ফুচকা খেয়েছি।

আরেক শিক্ষার্থী শারমিন আক্তার জানান, বান্ধবীদের সঙ্গে মেলায় ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে। বিভিন্ন স্টল ঘুরে দেখেছি। খুব আনন্দ করেছি।

বিজয় মেলা উদ্বোধনের পর ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা এ প্রতিবেদককে জানান, ‘বিজয় দিবসে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এখানে নারী উদ্যোক্তারা নিজেদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে বসেছেন। উৎসবের আমেজ ধরে রাখতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে মেলার প্রদর্শনী। সন্ধ্যা থেকে মেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় শিল্পীরা এখানে সংগীত পরিবেশন করেন।


আ.দৈ/এআর/রানা
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঋণ খেলাপিদের জন্য লাল কার্ডের হুঁশিয়ারি, বিদেশি নাগরিকরাও ছাড় পাবেন না: আসিফ মাহমুদ
ভোটকালীন ৩ দিনের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
ফরিদপুরের ভাঙ্গায় ২৪ ঘন্টার মধ্যে লুণ্ঠিত গরু ও নগদ দেড় লাখ টাকাসহ ৩ জন গ্রেপ্তার
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
পিপলস ব্যাংকের চেয়ারম্যান সস্ত্রীক দেশত্যাগে বাধা,৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

লোপাটের জন্যই ঢাকা দক্ষিণের দ্বিগুন ঢাকা উত্তরের বাজেট করেন প্রশাসক এজাজের
বিভাগীয় সভাপতির অনুপস্থিতিতে ইবির নিয়োগ বোর্ড স্থগিত, ওই শিক্ষকের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের
যাকে ভোট দেবেন, বুঝে-শুনেই দেবেন: নাহিদ ইসলাম
চলমান আলোচনার ফাঁকে সৌদিতে খেলতে নামলেন সাকিব
দেশে নির্বাচনের গণজোয়ার বইছে, ভোটার ও জনগনের নিরাপত্তার আহ্বান-আমান উল্লাহ আমানের
সারাদেশ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝