এক্সপোজ ফার্নিচার ক্রয়ে বিশেষ সুবিধা পেতে এক চুক্তি স্বাক্ষর করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। গত বুধবার (১১ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরটি অনুষ্ঠিত হয়।
চুক্তি অনুযায়ী, মিডল্যান্ড ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ড গ্রাহকরা ০% রেটে ও সর্বোচ্চ ২৪টি সমান মাসিক কিস্তিতে এক্সপোজ ফার্নিচারের দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারবে। পাশাপাশি, মিডল্যান্ড ব্যাংকের সকল কার্ড গ্রাহকরা (ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড) তাদের ফার্নিচারের মোট ক্রয় মূল্যের উপর সর্বোচ্চ ১০% ডিসকাউন্ট রেটে এক্সপোজ ফার্নিচারের দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারবেন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন এক্সপোজ ফার্নিচারের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর বিপ্লব এবং মিডল্যান্ড ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন অ্যান্ড চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মোঃ রাশেদ আকতার।
মিডল্যান্ড ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান, মোঃ আবেদ-উর-রহমান, জনসংযোগ বিভাগের প্রধান মোঃ রাশেদুল আনোয়ার, মার্চেন্ট রিলেশনশিপ অফিসার, সজল আহমেদ এবং আয়মান আরাবী, এক্সিকিউটিভ ডিরেক্টর, চিরঞ্জিব কুমার বিশ্বাস, সিনিয়ার জেনারেল ম্যানেজার চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আ. দৈ./ সাধ/ রমজান