সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে আরও ২ হাজার ৫শ’ ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর বেলা আনুমানিক দেড়টার দিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে অভিযান চালিয়ে এই পাথর জব্দ করা হয়।
জানা যায়, শনিবার দুপুর বেলা আনুমানিক দেড়টার দিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় প্রশাসন গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে পাথর উদ্ধার অভিযান পরিচালনা করে।
এসময় তারা বিন্নাকান্দি গ্রামের গাংপাড় রাস্তার পাশে অভিযান পরিচালনা করে সাদাপাথর থেকে লুট হওয়া আনুমানিক আড়াই হাজার ঘনফুট পাথর জব্দ করে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এগুলো সাদা পাথরে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
একই দিন শনিবার সকাল থেকে অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রাম থেকে মাটি ও বালুর নিচ থেকে লুট হওয়া আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।
এর আগে, গত শুক্রবার (১৫ আগস্ট) দিনভর কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। উদ্ধার করা পাথরের মধ্যে ৫০ শতাংশ পুনরায় সাদা পাথরে ফেলা হয়েছে। বাকিগুলোও প্রতিস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।
আ. দৈ./কাশেম