ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর উদ্যোগে (বুধবার) ১৩ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আঞ্চলিক ব্যবসা সভা।
চট্টগ্রামের অ্যামব্রোসিয়া রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইন-চার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক এ এস এম হেলাল উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌহিদুল করিমসহ চট্টগ্রাম অঞ্চলের ১৯টি শাখার ব্যবস্থাপকবৃন্দ, করপোরেট শাখা ব্যবস্থাপকবৃন্দ, অপারেশনস ম্যানেজারগণ এবং উপশাখার ব্যবস্থাপকগণ।
সভায় চট্টগ্রাম অঞ্চলের করপোরেট শাখা এবং অন্যান্য শাখাসমূহের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করা হয়।
প্রধান অতিথি আদিল চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “অনাদায়ী ঋণ আদায় এবং নতুন আমানত সংগ্রহের উপর গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন “শাখা পর্যায়ে সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ বিতরণে সতর্কতা, অনাদায়ী ঋণ কমানো এবং আমানত বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে। একইসাথে করপোরেট গ্রাহক থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা—সকল শ্রেণির গ্রাহকদের জন্য উদ্ভাবনী পণ্য ও সেবা চালুর মাধ্যমে ব্যাংকের বাজার অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। প্রত্যেক কর্মকর্তা যেন গ্রাহকের আস্থার প্রতীক হয়ে ওঠেন, সেটিই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”
এছাড়া দলগতভাবে কাজ করার মানসিকতা ও ইতিবাচক মনোভাব নিয়ে চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানান।