সাতক্ষীরা-যশোর সড়কে ড্রাম্পার ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সড়কের ছয়ঘরিয়া ইটভাটার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা শহরের মুনজিতপুরের মৃত জামাল সরদারের ছেলে আল হেলাল জয় (১৮) ও মাছখোলা এলাকার মো. হাবিবুল্লাহর ছেলে শিহাব (১৯)।
প্রত্যক্ষদর্শীর জানান, বেলা ৩টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলযোগে কলারোয়ার দিকে যাচ্ছিলেন। পথে ছয়ঘরিয়ার ইটভাটা মোড়ে আসলে বিপরীতদিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সাথে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাইক থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তারা।
ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ঘটনার পরপরই ডাম্পার ট্রাকের চালক ও তার সহকারীকে স্থানীয়রা আটক করলেও তারা কৌশলে পালিয়ে যান। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক এবং হেলাপার পালিয়েছেন।
আ. দৈ/ আফরোজা