রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হয়েছেন।
মঙ্গলবার রাজধানী মস্কোতে একটি বিস্ফোরণের ঘটনায় তিনি প্রাণ হারান। রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তদন্ত কমিটির বিবৃতিতে বলা হয়, একটি ইলেকট্রিক স্কুটারে লুকানো বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হলে ইগর কিরিলোভ ও তার সহকারী ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাটি ঘটে মস্কোর ক্রেমলিন থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে রায়জানস্কি প্রসপেক্ট এলাকায়। একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তদন্ত কমিটি জানিয়েছে, ইগর কিরিলোভ রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর (আরসিবি) প্রধান ছিলেন। বিস্ফোরণের ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায়, ভবনের প্রবেশপথ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং তুষারাবৃত মাটিতে দুটি মরদেহ পড়ে আছে।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। রাশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটিকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে বিবেচনা করে একটি মামলা দায়ের করেছে।
রুশ টেলিগ্রাম চ্যানেলগুলোতে বিস্ফোরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে ভবনের দরজা-জানালা ভাঙা অবস্থায় দেখা গেছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।
আলজাজিরার প্রতিবেদন অনুসারে, রাশিয়ার এই বিশেষ বাহিনী তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক দূষণ প্রতিরোধ ও ব্যবস্থাপনায় কাজ করে। ইগর কিরিলোভের নেতৃত্বে বাহিনীটি বিভিন্ন জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অন্যদিকে, কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইউক্রেনের প্রসিকিউটররা ইগর কিরিলোভের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছিল। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে, ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাজ্য ইগর কিরিলোভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তার বিরুদ্ধে যুক্তরাজ্যে দাঙ্গায় রাসায়নিক এজেন্ট ব্যবহারের অভিযোগ আনা হয়েছিল।
ইগর কিরিলোভের নিহত হওয়ার ঘটনাটি রাশিয়ার জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে দেশটির সামরিক ও কৌশলগত সক্ষমতার ক্ষেত্রে। এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে।
আ. দৈ./ সাধ