ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (১৫ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আখতারুল ইসলাম।
তিনি জানান, টিম প্রথমে ছদ্মবেশে বিভাগীয় পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে সার্বিক সেবাদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে পাসপোর্ট অফিসে সেবা নিতে আগত সেবাপ্রার্থীদের নিকট হতে তথ্য সংগ্রহ করা হয়। অভিযানকালে দুইজন দালালকে হাতেনাতে ধৃত করে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নিমিত্ত পাসপোর্ট অফিসের উপপরিচালকের নিকট হস্তান্তর করা হয়েছে। অভিযানে প্রাপ্ত তথ্যের আলোকে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করে দুদক টিম। অভিযানকালে প্রাপ্ত তথ্যা-প্রমাণের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
আ. দৈ. /কাশেম