গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ শনিবার দুপুর ১২টার দিকে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। তিনি বলেছেন, দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে।
এই গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না।গত সাড়ে ১৫ বছরে গ্যাস কূপ খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল৷ ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে।
সরকারের লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে বলেও মন্তব্য করেন শিল্প উপদেষ্টা। তিনি বলেন, ১৫ বছরে প্রতিটি সেক্টরে দুর্নীতি হয়েছে। সেগুলো নিরসনের চেষ্টা চলছে। এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
আ. দৈ./ সাধ