বোর্ডার-গাভাস্কার ট্রফির উত্তেজনা এখন তুঙ্গে। প্রথম দুই টেস্টে ভারত ও অস্ট্রেলিয়া একটি করে জয় তুলে নিয়ে সিরিজে সমতা এনেছে। ব্রিসবেনে শুরু হওয়া তৃতীয় টেস্টেও আশা করা হচ্ছিল টানটান উত্তেজনা। তবে বৃষ্টির বাঁধায় প্রথম দিনটাই পণ্ড হয়ে যায়।
টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু মাত্র ১৩.২ ওভার খেলার পরই নামে বৃষ্টি। তখন বিনা উইকেটে ২৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। উইকেটে অপরাজিত ছিলেন নাথান ম্যাকসুইনি (৩৩ বলে ৪ রান) এবং উসমান খাজা (৪৭ বলে ১৯ রান)।
ব্রিসবেন আবহাওয়া ব্যুরো জানিয়েছিল ১৫ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। তবে প্রকৃত অবস্থা ছিল অনেকটাই ভিন্ন। ওই এলাকায় পুরো ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা পুরো দিন জুড়েই খেলায় বাধা সৃষ্টি করে। এ কারণে প্রথম দিনের খেলা শেষ হয়ে যায় মাত্র ১৩.২ ওভারে। দ্বিতীয় দিনে ন্যূনতম ৯৮ ওভার খেলার পরিকল্পনা করা হয়েছে।
বৃষ্টিবিঘ্নিত খেলার শিকার হয়েছে মাঠে আসা ৩০ হাজার ১৪৫ জন দর্শক। খেলায় ১৫ ওভারের কম খেলা হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার গভর্নিং বডি জানিয়েছে, আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
বৃষ্টির কারণে কার্যত পাঁচ দিনের এই টেস্ট এখন পরিণত হয়েছে চার দিনের ম্যাচে। দ্বিতীয় দিনে খেলা শুরু হবে নতুন পরিকল্পনা অনুযায়ী, যেখানে দুই দলকে ৯৮ ওভার খেলার লক্ষ্য দেওয়া হয়েছে।
বৃষ্টির বাঁধায় খেলা বন্ধ হওয়ার ঘটনা ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার হলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্ষতিপূরণের এই সিদ্ধান্ত কিছুটা স্বস্তি দিয়েছে দর্শকদের। এখন দেখার বিষয়, চার দিনে এই টেস্টে কোন দল এগিয়ে যেতে পারে।
আ. দৈ./ সাধ