রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫,
৬ মাঘ ১৪৩১
ই-পেপার

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
খেলাধুলা
বিবাহের এক যুগ পূর্ণ করলেন সাকিব-শিশির; আবেগঘন স্ট্যাটাসে স্মৃতিচারণ
স্পোর্টস ডেস্ক
Publish: Thursday, 12 December, 2024, 6:24 PM  (ভিজিট : 47)
ছবি: অনলাইন

ছবি: অনলাইন

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের দাম্পত্য জীবনের ১২ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালের ১২ ডিসেম্বর 'ম্যাজিকাল' ১২/১২/১২ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি। দীর্ঘ এক যুগের সংসারে তারা এখন তিন সন্তানের গর্বিত বাবা-মা।

সাকিব-শিশিরের প্রেম কাহিনির শুরুটা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে পরিচয়ের পর ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে প্রথমবার দুজনের দেখা হয়। প্রথম দেখাতেই দুজন দুজনকে পছন্দ করেন। পরিচয়ের বন্ধুত্ব একসময় গড়ায় প্রেমে। অবশেষে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ের মাধ্যমে সেই প্রেম পূর্ণতা পায়। ঢাকার পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে (সাবেক রূপসী বাংলা) তাদের বিয়ের জমকালো আয়োজন সেসময় বেশ আলোচনার জন্ম দেয়।

আজ ১২ ডিসেম্বর বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা শেয়ার করেছেন সাকিবপত্নী শিশির। ঠিক রাত ১২টা ১২ মিনিটে দেওয়া স্ট্যাটাসে শিশির লিখেছেন,

“১২ বছর আগে ১২/১২/১২ তারিখে আমরা আমাদের রূপকথার গল্পটি শুরু করেছিলাম। আমাদের প্রথম দেখা, পরিচয়, প্রেম, তারপর বিয়ে — আলহামদুলিল্লাহ! হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে এবং হৃদয়ের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একসঙ্গে কাটিয়েছি অসংখ্য স্মরণীয় মুহূর্ত। আমাদের প্রতিশ্রুতি ছিল সারাজীবন একসঙ্গে থাকার। আমার প্রতি তোমার ভালোবাসার কোনো তুলনা হয় না। প্রতিটা দিনের জন্য তোমাকে ভালোবাসি। নিজেদের জন্য ১২তম বার্ষিকীর শুভেচ্ছা।”

শিশিরের এ বার্তাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার ঢল নামে। ভক্তরা তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানায়।

দীর্ঘ এক যুগের সংসার জীবনে সাকিব-শিশির দম্পতি তিন সন্তানের বাবা-মা হয়েছেন। ২০১৫ সালে তাদের ঘরে প্রথম কন্যাসন্তান আলাইনা হাসান আসে। এরপর ২০২০ সালের এপ্রিলে জন্ম নেয় দ্বিতীয় কন্যা ইরাম হাসান। ২০২১ সালের মার্চে তাদের পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য ছেলে ইজাহ আল হাসানের জন্ম হয়। সন্তানদের নিয়ে পরিবারটি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে।

সাকিব বর্তমানে তার পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে মাঠের ক্রিকেটে সাকিবের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দেশে ফেরাটা তার জন্য অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় সাকিব ইতোমধ্যে টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার ক্রিকেট ক্যারিয়ার এখন অনেকটাই থমকে গেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

দাম্পত্য জীবনের ১২ বছরের মাইলফলক অতিক্রম করলেও সাকিব-শিশির দম্পতির প্রতি ভক্তদের ভালোবাসা অপরিবর্তিত রয়েছে। মাঠে ফেরার জন্য সাকিবের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।



আ. দৈ./সাধ
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

থানায় বসে এসআইয়ের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
‘ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায় সে চেষ্টা করব’
কক্সবাজারের হিন্দু কল্যাণ ট্রাস্টী পরিমল শর্মার সংবর্ধনা
ফরিদপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাংলাদেশে বায়ু দুষণের বছরে ১,০২,৪৫৬ জনের মৃত্যু
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা
খেলাধুলা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝