বিয়ে করলেন ভারতীয় অভিনেতা ও পরিচালক অনুরাগ ক্যাশপের মেয়ে আলিয়া ক্যাশপ। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর গত বুধবার প্রেমিক শেন গ্রেগকে বিয়ে করলেন এই তারকা কন্যা। এর আগের বছর বালিতে অনুরাগ কন্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শেন। গত সপ্তাহ থেকে শুরু হয় তাদের বিয়ের প্রাক-বিবাহ পর্ব।
ইতোমধ্যে তাদের বিয়ের বহু ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছ, শুভ মুহূর্তে হবু স্ত্রীকে দেখে কেঁদে ভাসাচ্ছেন শেন। স্বাভাবিকভাবেই এত দীর্ঘ সময় পর প্রিয় মানুষকে কাছের করতে পেরে আনন্দে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি; সবার সামনেই কেঁদে ফেলেন।
এছাড়াও আলিয়া ও শেনের ভাইরাল হওয়া বিয়ের ছবিতে দেখা যায়, একে অপরকে জড়িয়ে ধরে চুম্বনে ভরিয়ে দেন এই দম্পতি। এদিন অনুরাগ কন্যা আলিয়া পরেছিলেন একটি প্যাস্টেল রঙের লেহেঙ্গা। সঙ্গে ছিল মানানসই জড়োয়ার গয়না, মাথায় হালকা গোলাপি রঙের ওড়না। যা দেখে নেটিজেনদের মাঝে মুগ্ধতা প্রকাশ করতে দেখা গেছে। বিশেষ করে শেনের কান্নার সেই দৃশ্য দেখে ইতিবাচক দৃষ্টিতে নিয়েছেন অনেকে।
ভারতীয় গণমাধ্যমের খবর, তারা অবশেষে বিয়ের পিড়িতে বসলেও এই দম্পতির পরিচয় হয়েছিল একটি ডেটিং অ্যাপ থেকে। তারপর বন্ধুত্ব এবং দীর্ঘদিন বন্ধুত্বের থাকার পর আলিয়াকে ভালোবাসার প্রস্তাব দেন শেন। গত বুধবার বিয়ের মাধ্যমে সেই প্রেমের পূর্ণতা পেল।
প্রসঙ্গত, আলিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেতা অনুরাগের প্রাক্তন স্ত্রী কল্কি। সবুজ রঙের একটি পোশাকে তিনি উপস্থিত ছিলেন প্রাক-বিবাহ অনুষ্ঠানে। পোশাকের সঙ্গে মানানসই চুলের খোঁপা সাজিয়েছিলেন ফুল দিয়ে। তবে বিয়ের অনুষ্ঠানে কোথাও দেখা যায়নি অনুরাগের প্রাক্তন স্ত্রীকে।
আ.দৈ/এআর