মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল আওয়ামী লীগের ১৭ বছরের অন্যায়-অবিচারের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে গত ১৭ বছরে রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিকসহ সাধারণ মানুষ মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছে। তারা এসব ঘটনার দ্রুত বিচারের দাবি জানান।
চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, "গত ১৭ বছরে দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। বাক-স্বাধীনতা, ব্যক্তি-স্বাধীনতা এবং নাগরিক অধিকার হরণ করা হয়েছে। আমাদের নেতা-কর্মীদেরও বিভিন্ন সময়ে অন্যায়ভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেলেও আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানবাধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ নিপীড়নের শিকার হবে না।"
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, "অভ্যুত্থানের পরও ক্যাম্পাসে বিভিন্ন অনিয়ম চলছে। যারা ফ্যাসিবাদের দোসর, তারা এখানেও আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিতে চাই— সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং ক্যাম্পাসে সংগঠিত গুপ্ত হামলাগুলো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিন।"
মানববন্ধনে বক্তব্য দেন চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনসহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ। তারা সকলের প্রতি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
আ. দৈ./ সাধ