চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম চাম্বলে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় সালেহা বেগম নামে এক নারী আহত হয়েছেন। তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১১ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জয়নগরপাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি- পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা। ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার মোহাম্মদ মিয়া, মুহাম্মদ এহছান, মো. কালু, মো. জাহাঙ্গীর, মো. ইসমাঈল, মো. ইসহাক, মো. করিম, মো. জামাল, মো. কবির, আবদু ছত্তার, আবদু ছবুর ও মো. হারুন।
চাম্বল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শহিদ উল্লাহ বলেন, ওই পাড়ার লোকজনের সাথে এক যুবকের বিরোধ ছিল। পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
আ. দৈ/ আফরোজা