নরসিংদীতে গতকাল সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন- বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন শেখ এবং বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মিয়া।
এর মধ্যে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানার ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় হামলায় শিক্ষার্থীসহ ৪ জন নিহতের মামলায় ইমাম হোসেন শেখ ও আব্দুল মোতালিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন জানান।
আর সারোয়ার হোসেন অপুকে মাদকসহ তার বাড়ি হতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান।
আ. দৈ/ সাম্য