ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র, টাকাসহ রাবেয়া খাতুন (৬০) নামের এক বৃদ্ধাকে আটক করেছে সেনাবাহিনী। এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারায় ।
গতকাল রবিবার (৮ ডিসেম্বর) রাতে ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ইউনুসের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউনুস পালিয়ে গেলেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত রাবেয়া খাতুনকে আটক করা হয়।
পরে বাসা তল্লাশি করে ১৬০ পিস ইয়াবা, ইয়াবা সেবন ও ইয়াবা বিক্রয়ের সরঞ্জাম, দেশীয় অস্ত্র চারটি (চাকু) এবং দুই লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, আটক স্ত্রী এবং পলাতক স্বামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আদালতে পাঠানো হয়েছে আটককে।
আ. দৈ./ সাধ