শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
দ্য হেগ শহরে রহস্যজনক বিস্ফোরণ; মৃতের সংখ্যা বেড়ে ৬
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Monday, 9 December, 2024, 7:44 PM  (ভিজিট : 57)
দ্য হেগে আবাসিক ভবন আংশিক ধসে পড়ার পরদিন ৮ ডিসেম্বর উদ্ধারকর্মীরা হতাহতদের সন্ধান করছেন। ছবি : এএফপি

দ্য হেগে আবাসিক ভবন আংশিক ধসে পড়ার পরদিন ৮ ডিসেম্বর উদ্ধারকর্মীরা হতাহতদের সন্ধান করছেন। ছবি : এএফপি

নেদ্যাল্যান্ডসের দ্য হেগ শহরে আগুন ও ভয়াবহ বিস্ফোরণের পর ভবনধসের ঘটনায় এ পর্যন্ত মারা গেছে ছয়জন । স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে ধ্বংসস্তূপ থেকে ষষ্ঠজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারের এই ঘটনায় আরো প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, প্রায় আড়াইটা নাগাদ ষষ্ঠ মরদেহের সন্ধান মেলে এবং ধসে পড়া ভবনের নিচের গুদামঘর থেকে তা উদ্ধার করা হয়।


এখন পর্যন্ত উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে ৪৫ ও ৩১ বছরের দুই পুরুষ, ৪১ বছরের এক নারী ও ১৭ বছরের এক কিশোরীকে শনাক্ত করা গেছে।

ধসে পড়া ভবনটি থেকে প্রথমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভবনে মোট কতজন বাসিন্দা ছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তাই ধ্বংসস্তূপে আরো কতজন থাকতে পারে সে বিষয়েও পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না।

এ ছাড়া ভবনটিতে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মরদেহগুলো ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করা সম্ভব নয়।
 
এদিকে ভবনটিতে বিস্ফোরণের কারণ এখনো বের করতে পারেনি পুলিশ। তবে এর পেছনে নাশকতামূলক কর্মকাণ্ডের যোগসাজশ থাকতে পারে বলে পাবলিক প্রসিকিউটর অফিসের প্রধান জানিয়েছেন। বিশেষ করে স্থানীয় সময় শনিবার ভোরে ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া চালককে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছে তারা।


কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারকাজ শেষ করার পরই বিস্ফোরণের কারণ সম্পর্কে অনুসনন্ধান চালানো সম্ভব হবে।



আ. দৈ./ সাধ
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বায়ুদূষণে দেশে প্রতি বছর ১ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কবি নজরুলের দৌহিত্র
'২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে বেঁচেছি': শেখ হাসিনা
কিছু দুষ্টু লোক আমাদের সম্প্রীতিতে ফাটল ধরাতে চায়: মিজানুর রহমান আজহারী
দুদকের মামলায় বিএফআইইউ'র মাসুদ বিশ্বাস কারাগারে,রিমান্ড শুনানি রোববার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
চায়না পোশাকে সয়লাব দেশ
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
আন্তর্জাতিক- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝