শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
শিক্ষা
নারী স্বাস্থ্য সুরক্ষায় ববি ভিসিকে ছাত্রদলের স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক
Publish: Friday, 6 December, 2024, 7:37 PM  (ভিজিট : 60)

নারীদের  শারীরিক ও মানসিক  স্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্যে তিনটি ছাড়নীতি ও উদ্যোগ গ্রহণের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শুচিতা  শারমিনের কাছে স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ভিসিকে এ স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও ক্ষমতাগত ন্যায্যতা বিধান নিশ্চিত করার ক্ষেত্রে নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। 

আমাদের দেশে নারীর ক্ষমতায়ন নিয়ে নানান আলোচনা ও দৃশ্যগত উদ্যোগ দেখা গেলেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি। 

এমনিতেই একজন নারী শিক্ষার্থীকে একজন পুরুষ শিক্ষার্থীর তুলনায় সামাজিকভাবে অতিরিক্ত বাধা অতিক্রম করে এ পর্যায়ে পৌঁছাতে হয়। 

কিন্তু সুযোগ-সুবিধা প্রদানে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার দিকটি যথাযথ বলে বিবেচিত হচ্ছে না।

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. সুচিতা শরমিন বলেন, এর আগেও আমি নারীদের অধিকার রক্ষায় কাজ করেছি। নিরাপদ নারীদের ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাবো।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোসা. মরিয়ম এ বিষয়ে বলেন, এমনিতেই একজন নারী শিক্ষার্থীকে একজন পুরুষ শিক্ষার্থীর তুলনায় সামাজিকভাবে অতিরিক্ত বাঁধা অতিক্রম করে এ পর্যায়ে পৌঁছতে হয়। 

অথচ তারা পুরুষের সাথে তাল মিলিয়ে শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান অবদান রেখে চলেছে। কিন্তু সে অনুপাতে সুযোগ ও সুবিধা প্রদানে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার দিকটি যথাযথভাবে বিবেচিত হচ্ছে না বলে মনে করছি আমরা। 

স্বল্প খরচে বেবি কেয়ার সার্ভিস চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ, অন্তঃসত্ত্বা ছাত্রীদের জন্য এটেন্ডেন্সের হার সর্বোচ্চ ৪০ শতাংশ নির্ধারণ, বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে এমন উদাহরণ সৃষ্টি করা গেলে সারা দেশেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা আশাবাদী।

ববি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী আজমাইন সাকিব বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে অনেকেই দেখেছি প্রসূতি থাকাকালীন নিয়মিত ক্লাস পরীক্ষার অংশগ্রহণে বেগ পাচ্ছেন। 

সন্তানের দেখাশোনার জন্য রেগুলার ক্লাসে পিছিয়ে যাচ্ছেন তারা। নারী স্বাস্থ্য বলতে শুধু প্রজনন স্বাস্থ্যই নয়, সব বয়সের নারীর শারীরিক, মানসিক ও সামাজিক দিক থেকে ভালো থাকাকেই বোঝায়। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ করে নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিচে সচেতনতা একান্ত জরুরি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জিওলজি এন্ড মাইনিং বিভাগের শিক্ষার্থী সাকিব মিয়া বলেন, পরিবার ও সমাজে প্রচলিত ধারণা, সংস্কৃতি এবং চর্চার কারণে নারী নিজেও তার স্বাস্থ্যকে প্রাধান্য দেয় না। 

বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পড়াশোনার পাশাপাশি একজন নারীকে সম্মুখীন হতে হয় নানা প্রতিকূলতার, আমরা সে বিষয়গুলোতে আলোকপাতের চেষ্টা করছি।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন আরিফ হোসাইন শান্ত, মাহমুদ ইমরান, জিহাদ খলিফা, কাফি, রিফাত মাহমুদ, সাজ্জাদ হোসেন, রবিউল খান, হাবিবুর রহমান, মিরাজ, সাকিব মিয়া, রাহিকুল ইসলাম, আরাফাত, রিফাত, শুভ্র, মিধুলসহ প্রমুখ ছাত্রদলের নেতাকর্মী।

আ.দৈ/ সাম্য 
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার
বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
নব্য দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জামায়াত আমিরের
বিদায়ী সরকারের টিসিবির ৩৭ লাখ ফ্যামিলি কার্ডই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
আগামী বাজেট হতে পারে আট লাখ কোটি টাকার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
শিক্ষা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝