দীর্ঘ ১৬ মাস বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বাজিমাত শারমিনের। নভেম্বরের শেষ সপ্তাহে ফিরেই আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনের সিরিজে খেলেছেন দুটি ওয়ানডে। আর এই দুই ওয়ানডের দুর্দান্ত ব্যাটিংয়ে আইসিসি নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের শারমিন আক্তার।
২৮ বছর বয়সী এই ব্যাটারের সঙ্গে নভেম্বরের মাসসেরায় মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক ও ইংল্যান্ড ওপেনার ড্যানি ওয়াট-হজ। এ ছাড়া ছেলেদের ক্রিকেটে মাসসেরার মনোনয়ন পেয়েছেন ভারতের যশপ্রীত বুমরা, পাকিস্তানের হারিস রউফ ও দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন।
২০২৩ সালের জুলাইয়ের পর দলে ফেরা শারমিন আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতেই খেলেছেন বড় ইনিংস। এর মধ্যে প্রথম দুই ম্যাচ ছিল নভেম্বরে, একটিতে করেছেন ৮৯ বলে ৯৬, আরেকটিতে ৬৩ বলে ৪৩ রান। ২ ডিসেম্বর হওয়া তৃতীয় ওয়ানডেতে করেন ৮৮ বলে ৭২ রান।
নভেম্বরের ২ ওয়ানডেতে শারমিনের ৬৯.৫০ গড় ও ৯১.৪৪ স্ট্রাইক রেটে ১৩৯ রানকে মাসের অন্যতম সেরা বিবেচনা করেছে আইসিসি। তাঁর সঙ্গে বাকি যে দুজন মনোনয়ন পেয়েছেন, তাঁদের মধ্যে ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে ৭১ গড়ে করেছেন ১৪২ রান। একই সিরিজে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ব্যাট হাতে ৮০ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নেন।
সেরা নির্বাচনে জুরিদের পাশাপাশি দর্শকদের ভোটও বিবেচনায় নেওয়া হয়। আগ্রহীরা আইসিসি ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন।
বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত একজনই আইসিসি মাসসেরা পুরস্কার পেয়েছেন। ২০২৩ সালের নভেম্বরে পুরস্কারটি জিতেছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
আ. দৈ./ সাধ