অবশেষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র সিকুয়্যাল ‘পুষ্পা-২: দ্য রুল’। এখন ভারতজুড়ে বইছে ‘পুষ্পা’ ঝড়। তবে মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে এ সিনেমার সম্পূর্ণ এইচডি ভার্সনে ফাঁস হয়েছে।
পুষ্পা-২ বেশ কিছু ওয়েবসাইটে দেখা যাচ্ছে। টরেন্টসহ অন্য বেশ কিছু প্ল্যাটফর্মে ফাঁস হয়েছে। এর মধ্যে রয়েছে ইবোমা, মুভিরুলস, নাইন এক্স মুভিজ, ফিল্মিজিলা, তামিলইয়োগী, বলিফরইউ, জয়সা মুভিজ ইত্যাদি প্ল্যাটফর্ম।
দক্ষিণী পরিচালক সুকুমারের এ সিনেমা বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
আজ মুক্তির প্রথম দিনেই এ সিনেমা সকাল ৮টার মধ্যে মোট ২১.০৮ কোটি রুপির ব্যবসা করেছে। ভারতেই খোলা হয়েছিল সিনেমাটির অ্যাডভান্সড বুকিং পোর্টাল। আর প্রথম ১০ ঘণ্টার মধ্যেই বুকিং হয়েছিল প্রায় ৫৫ হাজার টিকিট।
সিনেমার পাইরেসির জন্য শাস্তি রয়েছে। ভারতের ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফি আইনে ২০১৩ সালে সিনেমার পাইরেসি সংক্রান্ত কিছু নিয়মে পরিবর্তন আনা হয়। ভারতের সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনও এ আইনের উপরেই কাজ করে থাকে।
এ আইন অনুসারে পাইরেসির সঙ্গে যুক্ত কাউকেই রেহাই দেয়া হবে না। পাইরেসির অপরাধে কেউ দোষী প্রমাণিত হলে ৩ লাখ টাকা জরিমানা ধার্য করা হবে তার উপর এবং সব সিনেমা নির্মাণের খরচের ৫ শতাংশ সেই ব্যক্তিকে জরিমানা দিতে হবে।
অনেক সিনেমা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই অনলাইনে ফাঁস হয়েছে। এর মধ্যে রয়েছে লাল সিং চাড্ডা, লাইগার ইত্যাদি। শুধু তাই নয়, ওটিটিতে মুক্তি পাওয়া সিনেমাও এখন এ পাইরেসির শিকার।
সিনেমা থেকে যে পরিমাণ আয় হবার কথা ছিল সেখানে ২৫-৩০ শতাংশ ক্ষতি হয় এ পাইরেসির ফলে। এ বিষয় মাথায় রেখেই ভারত সরকার পাইরেসি সংক্রান্ত বিষয়ে কঠোর আইন প্রণয়ন করেছে।
আ.দৈ/ সাম্য