মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫,
২৮ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
অর্থ-বাণিজ্য
ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন দাবি গ্রাহকদের
Publish: Saturday, 24 August, 2024, 5:38 PM  (ভিজিট : 136)

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন,  ইসলামী ব্যাংক চালাতে হলে ইসলাম লাগবে। ব্যাংকটি যারা প্রতিষ্ঠা করেছিল তারা ইসলামের খেদমত করতে চেয়েছে।  বিদেশী যেসব বিনিয়োগকারী এসেছিল তারাও ইসলামের খেদমত করার জন্য এসেছিল।

কিন্তু যখন তারা দেখেছে ব্যাংকটি অন্যায়ভাবে দখল হয়েছে, এরপর ব্যাংক থেকে ইসলাম বিদায় নিল তখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছে। তাই আমি গভর্নর কে অনুরোধ করব, ২০১৭ সালের আগে যারা বোর্ডে ছিলেন অথবা যাদের মধ্যে ইসলাম রয়েছে, এমন যোগ্য ব্যক্তিদেরকে দিয়ে ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করুন। 

আজ শনিবার (২৪ আগস্ট) রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বানীতে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা অবৈধ প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে  আয়োজিত 'গ্রাহক সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  যারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিল তারা কর্মীদের কম বেতন দিতেন, কম খরচ করতেন। এভাবে তারা অনেক সম্পদ জমা করেছিল যাতে ইসলামী অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে ওঠে। এটিই ইসলামী ব্যাংকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল।  লুটেরা গোষ্ঠী যখন দেখলো এখানে অনেক সম্পদ জমা আছে তখন তারা সেটি দখলের পায়তারা শুরু করল। একে একে সবগুলো ইসলামী ব্যাংক দখল হয়ে গেল।

 একসময় ইসলামী ব্যাংক অন্য ব্যাংককে ধার দিত। এখন ব্যাংকটিকে ধার করে চলতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ব্যাংকটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। এভাবে বেশি দিন চলতে পারেনা। তাই গ্রাহকের আস্থা ফেরাতে হবে। যদি তার দেখে আমানতের নিরাপত্তা রয়েছে, তাহলে আবার ইসলামী ব্যাংকে টাকা রাখতে শুরু করবে। তারা দেখবে না কত মুনাফা দেওয়া হল । 

প্রাতিষ্ঠানিক গ্রাকদের নিয়ে আয়োজিত 'গ্রাহক সমাবেশে' বক্তৃতা করেন ইসলামী ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ সময় এফবিসিসিআই,  বিজিএমইএ- বিকেএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
বক্তারা বলেন, বর্তমানে কোন ব্যাংক ইসলামি ব্যাংকের এলসি নেয় না। এটি উদ্বেগজনক। আমরা এর সমাধান চাই। একসময় ইসলামী ব্যাংকের নাম শুনলে বিনা প্রশ্নে এলসি গ্রহণ করা হতো। 

তারা বলেন, ইসলামি ব্যাংককে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে আগের ব্যবস্থাপকদের পুনর্বহাল করতে হবে। কারণ ১৬ সালের পরে ইসলামি ব্যাংকের কোন সফলতা নেই। আছে লুটপাটের ইতিহাস। 
 
তারা আরও বলেন, 'কোন অনইসলামিক লোকের কাছে ইসলামি ব্যাংক নিরাপদ নয়। এটি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তাই ঈমান-আকিদা সম্পন্ন লোক দিয়ে এটি পরিচালনা করতে হবে। বর্তমানে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি সুদি ব্যাংকিংয়ে পটু। তাকে দিয়ে ইসলামি ব্যাংক চলতে পারে না। তিনি বিগত সরকারের সুবিধাভোগী। তিনটি সুদভিত্তিক সরকারি ব্যাংকের এমডি ছিলেন। তিনি এস আলমের পেইড এজেন্ট।'

নবগঠিত বোর্ডের সমালোচনা করে বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংক যে বোর্ড করেছে এটি দিয়ে কোন উন্নতি হবে না। সভা শেষে গভর্নর বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে বোর্ড পুনর্গঠন করার দাবি জানানো হয়েছে।  এতে আরও বলা হয়, যারা ইসলামি ব্যাংক তৈরি করেছে তাদের কাছেই ব্যাংকটি নিরাপদ।

গ্রাহক সমাবেশ থেকে দাবি করা হয়, ' লুটেরাদের বিচার করতে হবে। যাদেরকে অবৈধভাবে ব্যাংক থেকে তাড়ানো হয়েছে, তাদের ফিরিয়ে আনতে হবে। এস আলমের সব কর্মীদের বাদ দিতে হবে। এরা ব্যাংক পরিচালনায় অযোগ্য।'

একই সাথে ইসলামী ব্যাংকিং আইন প্রণয়নের জন্য  জোর দাবি জানানো হয়েছে। তারা বলেন, 'শুধুমাত্র গাইডলাইন দিয়ে এত বড় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চলতে পারে না।

আ. দৈনিক / কাশেম/রমজান

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জনগণ এখন প্রতিবাদ করতে শিখেছেঃ দুদক চেয়ারম্যান
ইবিতে এন্টি র‍্যাগিং ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক সভা
পরিচয় মিলেছে মেডিকেল পার্কিংয়ের প্রাইভেট কারে পাওয়া দুই মরদেহের
৩০০ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত
মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির চার নেতার ঘণ্টাব্যাপী বৈঠক
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
নির্বাচনে অংশ নেওয়া ভুল হয়ে থাকলে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাই: চুন্নু
সংস্কার, বিচার ও জুলাই সনদে গুরুত্ব না দিয়ে নির্বাচনের ঘোষণাকে ‘ষড়যন্ত্র’ বললেন নাসির উদ্দিন পাটোয়ারী
স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝