"বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ," এই স্লোগানে সাতক্ষীরা সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলা ২০২৪ শুরু হয়েছে। আজ বুধবার (২০ নভেম্বার) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণপদ পালের সভাপতিত্বে বিশিষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম,সাতক্ষীরা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ,বাবুলিয়া সেবা সংসদের সভাপতি এসএম কাওছার, সাতক্ষীরা নার্সারি মালিক সমিতির সভাপতি নূরুল আমিন, সাধাঃ সম্পাদক বাবলুসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
আ. দৈ. /কাশেম/ মোস্তফা