কার্ড ইস্যুয়িং এবং অ্যাকুয়্যারিং সেগমেন্টে অসাধারণ ব্যবসায়িক সাফল্য ও ইনোভেশনের জন্য, এই বছর মাস্টারকার্ড থেকে চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক। গত শনিবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ লিডিং বাই রেজিলিয়েন্স’ শীর্ষক অনুষ্ঠানে— ক্রেডিট বিজনেস (ডমেস্টিক); ক্রেডিট বিজনেস (ইন্টারন্যাশনাল); কন্ট্যাক্টলেস ইস্যুয়িং এবং কন্ট্যাক্টলেস পিওএস অ্যাকুয়্যারিং শ্রেণিতে পুরস্কার অর্জন করে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার, সৈয়দ মোহাম্মদ কামাল। এছাড়াও ব্যাংক, ফিনটেক, মার্চেন্ট এবং বিভিন্ন শিল্পখাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও এ অনুষ্ঠানে অংশ নেন। পুরস্কার অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, সেলিম আর. এফ. হোসেন বলেন, “মাস্টারকার্ড থেকে টানা কয়েক বছর এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন, সমগ্র ইন্ডাস্ট্রিতে কার্ড ইস্যু ও অ্যাকুয়্যারিং ব্যবসায় আমাদের দক্ষতা এবং ব্যবসায়িক ক্ষেত্রে নতুন উদ্ভাবনের প্রতি আমাদের একাগ্রতারই প্রতিফলন।” বিজ্ঞপ্তি
আ. দৈনিক / কাশেম / রমজান