মানিকগঞ্জের শিবালয়ের নিহালপুর এলাকায় ইঞ্জিন চালিত নৌকা থেকে যমুনা নদীতে পড়ে সবুজ শেখ (৪০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শিবালয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার নিহতের লাশ উদ্ধার করে পুলিশে সোর্পদ করেছে। নিহত সবুজ ঢাকার মিরপুর-১ এর দিয়াবাড়ি পালপাড়া ঘাট এলাকায় বসবাস করেন। তার পিতার বারেক মাস্টার।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আরিচা ঘাট থেকে ইঞ্জিন চালিত স্যালো নৌকা যাত্রী বোঝাই করে পাশ্ববর্তী দৌলতপুরের বাকসাইট্টা যাওয়ার পথে নৌকাটি যমুনা নদীর নিহালপুর এলাকায় পৌছালে সবুজ হঠাৎ করে পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে। শিবালয় ফায়ার সার্ভিসে সংবাদ দেন। ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তারা উদ্ধার কাজ শুরু করেন। তারা দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর সবুজের লাশ উদ্ধার করেন। সবুজ শেখ শুশুর বাড়ি যাচ্ছিলেন। এ সময় স্ত্রী মর্জিনা বেগম ও দুই সন্তান তার সাথে ছিলেন।
স্ত্রী মর্জিনা বেগম জানান, তারা দু’জনই দীর্ঘদিন মিরপুর মাজার এলাকায় ফুল বিক্রেতার কাজ করেন। তার শুশুর ও দুই সন্তান নিয়ে মীরপুর-১ এ থাকেন। এদিন সকালে বাকসাইট্টা তার বাবার বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন।
শিবালয় থানার ওসি এ.আর.এম. আল মামুন জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে। এরপরে আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
আ. দৈ. /কাশেম/ সুমন