শিবালয়ে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন ও মদিনাতুল উলুম আব্দুল মোতালেব মোল্লা মহিলা মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কুরআন মাসজিদের সবক উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলার টেপড়াস্থ মাদ্রাসা প্রাঙ্গনে শনিবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ ক্যাম্পে সেবা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাসচিব মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লা'র সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ও হযরত মাওলানা মহিদুল ইসলাম এর সঞ্চালনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সোহাগ এর সভাপতিত্বে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) মানিকগঞ্জ এর চেয়ারম্যান ড. মো: ফারুক হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় মানিকগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আশরাফুল আলম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
এতে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম সেতু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সেন্টু খাঁন, স্থায়ী সদস্য মো. আল আমিন হোসেন, রাকিবুল ইসলাম রানাসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।
জানা গেছে, এ সময় মাদ্রাসার দশজন শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান করা হয়। শতাধিক মানুষের ডায়াবেটিস, পেশার ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আ. দৈ. /কাশেম/ সুমন