মশক নিয়ন্ত্রণে দৈনন্দিন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকাধীন ৫৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন’ কার্যক্রম তথা চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডিএসসিসির সকল ওয়ার্ডে দৈনন্দিন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সংস্থার স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ডেঙ্গু মশা নিয়ন্ত্রন, পরিষ্কার-পরিচ্ছন্ন ও জনসচেতনতা উদ্বুদ্ধ করতে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২৭২ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ মশকনিধন কার্যক্রমে ৮৭৩ জন মশককর্মী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৫৩০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেয়।
ডিএসসিসির তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গতকাল ১৩ নভেম্বর ২৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠান সহ দুই দিনে মোট ৫৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। যেখানে দুই দিনে মোট ২৭০৯ জন মশককর্মী ও পরিচ্ছন্নতাকর্মী কাজ করে। প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর প্রেরিত তালিকা অনুযায়ী ডেঙ্গু রোগীর আবাসস্থল ও চারপাশে বিশেষ লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১৩ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত তথ্য অনুযায়ী সারা বাংলাদেশে মোট সনাক্তকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ১২২১ জন। তন্মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকাধীন রোগীর সংখ্যা ১৭১ জন দেখানো হয়। কিন্তু তালিকা অনুযায়ী সরেজমিনে যাচাই-বাচাই শেষে ডিএসসিসির এলাকাধীন ৪০ জন রোগী পাওয়া যায়। অন্যান্য রোগীরা দক্ষিণ সিটির আওতাধীন এলাকার বাইরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় আত্মীয়-স্বজন কিংবা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে।
আ. দৈ. /কাশেম