মাদারীপুরে চাঞ্চল্যকর ইকবাল বেপারী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী রাকিব বেপারী (২৫) কে গ্রেপ্তার করেছে র্যা ব ৮। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাকিব বেপারী চরখাগদী গ্রামের মৃত মস্তফা বেপারীর ছেলে।
র্যাবের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, রাকিব বেপারী ও তাঁর অন্যান্য সহযোগী আসামীদের সাথে চরমুগরিয়া এলাকার ইকবাল বেপারীর দীর্ঘদিন যাবৎ আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চরমুগরিয়া বাজারের সেলিম সুপার মার্কেটে ইকবাল বেপারীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় রাকিব বেপারীসহ তার সহযোগীরা। হামলা চালিয়ে ইকবালের দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। এসময় হামলাকারীরা ইকবাল বেপারী কে হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এছাড়া হাত বোমার বিষ্ফোরণ করে এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা ইকবাল কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
র্যা ব আরো জানায়, খুলনা ও মাদারীপুর ক্যাম্পের সমন্বয়ে গোপন ও তথ্য প্রযুক্তি সহায়তায় রাকিব বেপারী কে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানার মামলা নং ৫১। তাকে ১৪৩, ১৪৭, ৪৪৮, ৩২৫, ৩২৬, ৩০২, ৩০৭, ৩৮০, ৪২৭, ৪৩৬, ১১৪/৩৪ ধারায় পেনাল কোডে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যা বের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা জানান, রাকিব বেপারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমান বেপারী হত্যার ঘটনায় জড়িত ছিলেন। এছাড়া ইকবাল বেপারী কে হত্যার সময় রাকিব বেপারীই প্রথম বোমা বিষ্ফোরণ ঘটায়।
আ. দৈ./ কাশেম /চায়না শেখ