সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবি) পিএলসি’র বাংলাদেশ ব্যাংক কর্তৃক পুনর্গঠিত পরিচালনা পর্ষদ ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটি পুনর্গঠন করেছে। আট সদস্য বিশিষ্ট এই পুনর্গঠিত শরী’আহ সুপারভাইজরী কমিটির প্রথম সভা গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় মুফতি মাহফুজুল হক শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান, মুফতি আবদুল্লাহ মাসুম- ভাইস চেয়ারম্যান এবং মুফতি আবু বকর সিদ্দিক নাবিল- সদস্য সচিব নির্বাচিত হন।
উক্ত সভায় পুনর্গঠিত শরী’আহ সুপারভাইজরী কমিটির অন্যান্য সদস্যগদের মধ্যে মুফতি যুবায়ের আবদুল্লাহ, ড. মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর ড. এম. মাসুদ রহমান, ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) এবং প্রফেসর ড. মোঃ শামসুল আলম উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মোঃ নাজমুস সায়াদাত সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। সভায় উপস্থিত সদস্যরা ব্যাংকের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং সোশ্যাল ইসলামী ব্যংককে একটি পরিপূর্ণ শরী’আহ কমপ্লায়েন্ট টেকসই ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
আ. দৈ. /কাশেম/ রমজান