মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র্র করে দুপক্ষের সংঘর্ষে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছেন অন্তত ৮ জন। সোমবার দুপুর ২টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্যদত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজমিস্ত্রী হিরু মাতুব্বর (৩৫) এলাকার এসকেন্দার মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কে›ন্দ্র করে আর্য্যদত্তপাড়া গ্রামের মালেক মোল্লার সাথে একই এলাকার টুকু ফরাজির বিরোধ চলে আসছিল। এরইজেরে সোমবার দুপুরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায়।
এতে হিরু মাতুব্বর নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ৮ জন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সংঘর্ষের পর বেশ কয়েকটি বসতঘর ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও শিবচর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আ. দৈ. /কাশেম/ইমদাদুল