শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন সরকারের সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ রোববার (২৭ অক্টোবর) তাকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য। এ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। তিনি বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
আ. দৈ. /কাশেম