ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীক দেশের প্রায় সকল উপজেলার একটি করে সংগঠন থাকলেও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ছিলোনা কোনো সংগঠন। প্রতিবছর এই উপজেলা থেকে বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে চান্স পেলেও, উপজেলা কেন্দ্রীক কোনো সংগঠন না থাকায় সকল শিক্ষার্থীই যেনো উদগ্রীব ছিল একটি সংগঠন প্রতিষ্ঠার জন্য।
অবশেষে এ অঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে গঠিত হয়েছে- সাঘাটা উপজেলা ছাত্র কল্যাণ সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাজধানী ধানমন্ডির এক রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটির আত্মপ্রকাশ ঘটে।
কমিটিতে ১ নং উপদেষ্টা হিসেবে আছেন সাঘাটা উপজেলার কৃতি সন্তান, সাবেক ঢাবি শিক্ষার্থী ও ভাস্ট গ্রুপের চেয়ারম্যান কামরুজ্জামান সাঈদী সোহাগ। এছাড়াও অন্যান্য উপদেষ্টাদের মধ্যে আরেকজন হলেন বঙ্গবন্ধু হলের সাবেক শিক্ষার্থী সিফাত হাসান।
সাঘাটা উপজেলার নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির মাস্টার দা’ সূর্যসেন হলের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোস্তাকিন আল মামুন পিয়াল এবং সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই হলের যোগাযোগ বৈকল্য বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জাহিদ মন্ডল।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে রয়েছেন আবু সুফিয়ান সোহান এবং শ্রাবণী আহমেদ।
যুগ্ম সম্পাদক হিসেবে শামিম হোসেন, শিপন কুমার এবং জান্নাতুন নাইম। সাংগঠনিক সম্পাদক হিসেবে শাকিল সরকার, নাহিয়ান নাবিল, সামিয়া শবনম টিংকি, জোয়ারদার সালেকিন শাহরিয়ার ওয়ামিক, সিন্থিয়া মাহজাবিন, মাহফুজা আক্তার শ্রাবণী, শারমিন শিলা, তনয়া সিদ্দিকা সৃষ্টি আসমা উলফাত তানু এবং ফারুক ইসলাম এই কমিটিতে দায়িত্বপ্রাপ্ত।
দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে শোয়াইব হোসেন সাধ এবং সহ দপ্তর সম্পাদক ও সহ কোষাধ্যক্ষ হিসেবে ইমরান নাজির এবং শাকিল হোসেন। প্রচার সম্পাদক এবং সহ প্রচার সম্পাদক হিসেবে সিরাজুম মনিরা এবং ফাইজুল হাসান শান্ত। ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক ও একই বিষয়ক সহ সম্পাদক হিসেবে উম্মে হুজাইফা নিগার এবং নাজনিন নাহার ইতি দায়িত্বে আছেন।
উক্ত কমিটি ঘোষণা করেন কমিটির উপদেষ্টা সিফাত হাসান। কমিটি ঘোষণাকালে তিনি বলেন, আমি নিজে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে নিজেদের কোনো সংগঠন পাইনি। তাই নিজেই চেষ্টা করেছিলাম একটা সংগঠন প্রতিষ্ঠা করার। কিন্তু বিভিন্ন রাজনৈতিক মোড়লদের বাঁধার কারণে আমি বার বার ব্যর্থ হয়েছি। তবে এখন আর কোনো বাঁধা নেই। আজকে থেকে আমরা সবাই একই ছাতার নিচে থাকব।
নবগঠিত কমিটির সভাপতি মোস্তাকিন আল মামুন পিয়াল বলেন, এই কমিটি আমাদের সাঘাটার সকল ঢাবিয়ানদের আশা আকাক্ষার প্রতিফলন। তাই এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে। এ সময় তিনি জানান, শীঘ্রই নবীনদের জন্য একটি নবীণ বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে।
উক্ত অনুষ্ঠানে কমিটির নতুন সাধারণ সম্পাদক জাহিদ মন্ডল বলেন, সকল চড়াই উৎরাই পেরিয়ে আজকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সংগঠনের বাস্তবে রূপ দিতে পেরেছি, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের সকলের দায়িত্ব এই সংগঠনকে গতিশীল রাখতে একসাথে কাজ করে যাওয়া।
এই আয়োজনে সাঘাটা উপজেলার ঢাবি শিক্ষার্থীদের পাশাপাশি গাইবান্ধার ঢাবিকেন্দ্রীক অন্যান্য উপজেলা সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পরবর্তীতে সান্ধ্যভোজন এবং ফটোসেশনের মধ্যদিয়ে উক্ত অনুষ্ঠানের ইতি টানা হয়।
আ.দৈ/এআর/সাধ