স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিন বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন মোঃ হাবিবুর রহমান।
এ উপলক্ষ্যে তার শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান কার্যালয়ের বোর্ডরুমে ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবদুল আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, ফেরদৌস আলী খান এবং স্বতন্ত্র পরিচালক খন্দকার রুমী এহসানুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও সকল বিভাগীয় প্রধান। বিদায়ী বক্তব্যে জনাব মোঃ হাবিবুর রহমান তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং ব্যাংকের সার্বিক উন্নয়ন ও সাফল্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে নিবেদিতপ্রাণ থাকতে বলেন।
অনুষ্ঠানে বক্তারা মোঃ হাবিবুর রহমানের দক্ষ নেতৃত্ব, দূরদর্শী সিদ্ধান্ত এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। পরিশেষে ব্যাংকের পক্ষ থেকে চেয়ারম্যান জনাব মোঃ আবদুল আজিজ বিদায়ী ব্যবস্থাপনা পরিচালককে ফুল, ক্রেস্ট ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান ও তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।