শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬,
১৭ মাঘ ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
ব্যাংক-বীমা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ ইউনুছ, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও ফকির আখতারুজ্জামান
অর্থনৈতিক প্রতিবেদক
Publish: Thursday, 29 January, 2026, 8:19 PM  (ভিজিট : 13)

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউনুছ। এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ। অপর ভাইস-চেয়ারম্যান হয়েছেন ফকির আখতারুজ্জামান।

বুধবার (২৮ জানুয়ারি) ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

পরিচালক পর্ষদের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ১৯৫৮ সালে মুন্সীগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছ তিন দশকের অধিক সময় যাবৎ কাগজ, আইটি, ইন্স্যুরেন্স, মার্চেন্ট ব্যাংক, অ্যাগ্রো সেক্টর, রাবার, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন। 

তিনি সোবহান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ, ইউনুছ কোল্ড স্টোরেজ, অনন্ত পেপার মিলস্, ইউনুছ পেপার মিলস্, ইউনুছ ফাইন পেপার মিলস্ লি, ইউনুছ স্পিনিং মিলস্, ইউনুছ নিউজপ্রিন্ট মিলস্ এবং ইউনুছ অফসেট পেপার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি অনলাইন সংবাদপত্র সোনালী নিউজ ডট কম এর প্রকাশক। তিনি দৈনিক নয়াদিগন্ত পত্রিকা ও দিগন্ত টেলিভিশনের সাথে সম্পৃক্ত। 

ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি গ্যালাক্সী ফ্লাইং একাডেমী লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর ভাইস প্রেসিডেন্ট। এছাড়া তিনি বহু সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন।

পুনর্নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ১৯৫৫ সালে রাজধানীর বংশালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মহিউদ্দিন আহমেদ চার দশক যাবৎ ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত। তিনি মহিউদ্দিন আহমেদ রূপসা ট্রেডিং কর্পোরেশন এবং মহিউদ্দিন অটো হাউজের স্বত্বাধিকারী। তাছাড়া তিনি প্যাসিফিক অটোমোবাইলস-এর চেয়ারম্যান। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস-চেয়ারম্যান ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটের একজন স্পন্সর শেয়ার হোল্ডার। 

তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস-চেয়ারম্যান এবং গভর্নিং বোর্ডের সদস্য। তাছাড়া তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর প্রাক্তন পরিচালক। মহিউদ্দিন আহমেদ বহু সামাজিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন। তাছাড়া শিক্ষা ও স্বাস্থ্য সেবায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

পরিচালক পর্ষদের নির্বাচিত অপর ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান ১৯৫৬ সালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলাধীন পাঁচরুখীতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং শিক্ষা জীবন সমাপ্ত করে ব্যবসা-বাণিজ্য শুরু করেন। ব্যবসা-বাণিজ্যে তিন দশকের অধিক অভিজ্ঞতা তাকে একজন সফল নিট গার্মেন্টস ব্যবসায়ী হতে সহায়তা করে। ফকির আখতারুজ্জামান দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্যে সমৃদ্ধ নিট গার্মেন্টস জগতের পথপ্রদর্শক ফকির নিটওয়্যারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার তত্ত্বাবধায়নে ফকির নিটওয়্যারস লিমিটেড বহুবার জাতীয় রপ্তানি ট্রফি (গোল্ড, সিলভার) অর্জন করে।


দেশের জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফকির আখতারুজ্জামান বাংলাদেশ সরকার কর্তৃক ধারাবাহিকভাবে সিআইপি মনোনীত হয়ে আসছেন। সেই সাথে তিনি এফকেএল স্পিনিং লিমিটেড, জামান এগ্রো ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি ফকির ইকো নিটওয়্যারস লিমিটেড এর চেয়্যারম্যান এবং সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড, ঢাকা এর পরিচালক। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রেও তাঁ উল্লেখযোগ্য অবদান রয়েছে। 

তিনি পারিবারিকভাবে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জের পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির হাই স্কুল, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রী কলেজ এবং মাদরাসা দারুল হাদীস সালাফিয়াহ’র পরিচালনা করে আসছেন। বহু সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সাথে তার দীর্ঘদিন ধরে সম্পৃক্ততা রয়েছে। এছাড়া তিনি বিজিএমইএ, বিটিএমইএ, পূর্বাচল ক্লাব এবং অল কমিউনিটি ক্লাবের সম্মানিত সদস্য। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। 
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দুদকে না এসে সময়ের আবেদন ডিএনসিসির প্রশাসক এজাজের
ভোটে ব্যালট বক্স ছিনতাই করলে রক্ষা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
“যৌন হয়রানি রোধে নতুন অধ্যাদেশের নীতিগত অনুমোদন
শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ ইউনুছ, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও ফকির আখতারুজ্জামান
এনসিসি ব্যাংকের অটোমেটেড ইএসআরএম সিস্টেমের উদ্বোধন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির দুর্নীতিবাজ প্রশাসক এজাজকে দুদকে তলব , ফ্যাঁসে যাচ্ছেন শক্তিশালী সিন্ডিকেট
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে দরপত্র জালিয়াতি, সিন্ডিকেটের কবজায় ১০০ কোটির কাজ
দুদকে না এসে সময়ের আবেদন ডিএনসিসির প্রশাসক এজাজের
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
কর্মসংস্থান বাড়িয়ে বেকারত্ব কমানোর ঘোষণা তারেক রহমানের
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝