ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের নির্বাচনী লড়াইয়ে এবার যোগ হলো এক ব্যতিক্রমী দৃশ্য। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিলের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন একজন ‘লং ম্যান’ (দীর্ঘদেহী বিশেষ পোশাকধারী)। অভিনব এই প্রচারণা দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক সাধারণ মানুষ।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজারে এই ব্যতিক্রমী প্রচারণা চালানো হয়। এ সময় মুফতি রায়হান জামিল ও তার সমর্থকদের সাথে বিশাল উচ্চতার সেই ‘লং ম্যান’ লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ করেন। দীর্ঘদেহী এই প্রচারককে দেখতে বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশের বার্তা
নির্বাচনী মাঠের গুমোট ভাব কাটিয়ে প্রচারণায় বৈচিত্র্য আনা প্রসঙ্গে মুফতি রায়হান জামিল বলেন, “আমরা শান্তিপূর্ণ, সৃজনশীল ও জনবান্ধব নির্বাচনী প্রচারণায় বিশ্বাস করি। মানুষের মুখে হাসি ফোটানো এবং নির্বাচনে একটি আনন্দময় ও উৎসবমুখর পরিবেশ তৈরি করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন। আমরা চাই ভোটাররা যেন উৎসবের আমেজে ভোটকেন্দ্রে আসেন।”
স্থানীয় ভোটারদের মতে, গতানুগতিক মাইকিং বা সভার বাইরে এমন সৃজনশীল প্রচার ভোটারদের দৃষ্টি আকর্ষণে বেশ কার্যকর হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটার এবং শিশুদের মধ্যে এটি বাড়তি আগ্রহ তৈরি করেছে, যা নির্বাচনী মাঠে একটি ইতিবাচক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, শুরু থেকেই মুফতি রায়হান জামিল নানা শান্তিপূর্ণ ও ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে ফরিদপুর-৪ আসনের সাধারণ মানুষের মধ্যে নিজের অবস্থান জানান দিয়ে আসছেন। আজকের এই ‘লং ম্যান’ ক্যাম্পেইন সেই ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করল।
আ. দৈ./কাশেম