ঢাকার সাভারের আশুলিয়ায়র নবীনগর সেনা মার্কেট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি চাল ও আটা জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে সরকারি খাদ্যসামগ্রী মজুত রাখার দায়ে দুই দোকানদারকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার নবীনগর সেনা মার্কেটের নিচতলার দুটি মুদি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) আশুলিয়া ইউনিটের গোপন তথ্যের ভিত্তিতে সাভার উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে খাদ্য অধিদপ্তরের ১৫০ বস্তা সরকারি চাল ও ৩২ বস্তা সরকারি আটা উদ্ধার করা হয়।
অভিযানে সেকেন্দার আলীর দোকান থেকে ১৫০ বস্তা সরকারি চাল এবং রফিকুল ইসলামের দোকান থেকে ৩২ বস্তা সরকারি আটা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং সেকেন্দার আলীকে ১ লাখ টাকা জরিমানা করেন। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।