শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬,
১৭ মাঘ ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
জাতীয়
“যৌন হয়রানি রোধে নতুন অধ্যাদেশের নীতিগত অনুমোদন
নিজেস্ব প্রতিবেদক
Publish: Thursday, 29 January, 2026, 8:22 PM  (ভিজিট : 12)

কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে একটি অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত অধ্যাদেশে শারীরিক, মৌখিক, অমৌখিক (ইঙ্গিতপূর্ণ) এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত অনাকাঙ্ক্ষিত আচরণকে যৌন হয়রানি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এসব অপরাধে তিরস্কার, পদাবনতি, চাকরিচ্যুতি বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ খসড়ার অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

খসড়ায় যৌন হয়রানির সংজ্ঞা বিস্তৃত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল, মেসেজিং প্ল্যাটফর্মসহ তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংঘটিত হয়রানিকেও এর আওতায় আনা হয়েছে। জেন্ডারভিত্তিক সব ধরনের অনাকাঙ্ক্ষিত ও অপমানজনক আচরণ এতে অন্তর্ভুক্ত।

প্রতিটি কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের মধ্যে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে। এই কমিটি অভিযোগ গ্রহণ, তদন্ত পরিচালনা, তদন্তকালীন সুরক্ষা নিশ্চিত করা এবং শাস্তির সুপারিশ করতে পারবে। অভিযোগ গঠনের ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধান রাখা হয়েছে।


আরও পড়ুন

অধ্যাদেশে ভুক্তভোগীর নিরাপত্তা, গোপনীয়তা ও মর্যাদা রক্ষাকে অগ্রাধিকার দিয়ে ‘সার্ভাইভারকেন্দ্রিক পদ্ধতি’ গ্রহণ করা হয়েছে। অভিযোগের কারণে প্রতিশোধমূলক আচরণ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মিথ্যা অভিযোগের ক্ষেত্রেও সুবিচার নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে, যাতে প্রকৃত ভুক্তভোগীরা নিরুৎসাহিত না হন।

যেসব ক্ষেত্রে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন সম্ভব নয়, সেখানে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে স্থানীয় অভিযোগ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

অধ্যাদেশ বাস্তবায়ন ও তদারকির জন্য জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠনের নির্দেশনা রয়েছে। পাশাপাশি ভুক্তভোগীদের আর্থিক সহায়তা, পুনর্বাসন, কাউন্সেলিং, আইনি সহায়তা ও সচেতনতা কার্যক্রমের জন্য একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত হয়েছে।

একই বৈঠকে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশের খসড়াও নীতিগত অনুমোদন পায়। এতে শারীরিক, মানসিক, যৌন ও আর্থিক নির্যাতনকে পারিবারিক সহিংসতা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

এ ছাড়া কুমিল্লা ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের খসড়া অধ্যাদেশ, ২৩ মার্চকে বিএনসিসি দিবস হিসেবে পালন, গায়ানায় বাংলাদেশের মিশন স্থাপনসহ মোট ১১টি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

আ.দৈ/আরএস


   বিষয়:  “যৌন   হয়রানি   রোধে   নতুন   অধ্যাদেশের   নীতিগত   অনুমোদন  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দুদকে না এসে সময়ের আবেদন ডিএনসিসির প্রশাসক এজাজের
ভোটে ব্যালট বক্স ছিনতাই করলে রক্ষা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
“যৌন হয়রানি রোধে নতুন অধ্যাদেশের নীতিগত অনুমোদন
শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ ইউনুছ, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও ফকির আখতারুজ্জামান
এনসিসি ব্যাংকের অটোমেটেড ইএসআরএম সিস্টেমের উদ্বোধন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির দুর্নীতিবাজ প্রশাসক এজাজকে দুদকে তলব , ফ্যাঁসে যাচ্ছেন শক্তিশালী সিন্ডিকেট
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে দরপত্র জালিয়াতি, সিন্ডিকেটের কবজায় ১০০ কোটির কাজ
দুদকে না এসে সময়ের আবেদন ডিএনসিসির প্রশাসক এজাজের
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
কর্মসংস্থান বাড়িয়ে বেকারত্ব কমানোর ঘোষণা তারেক রহমানের
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝