পটুয়াখালীর বাউফলে ১৫ নং চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান ও চর ব্যারেড নদীতে ব্রীজের প্রস্তাবনা সহ বেরী বাঁধ ও ভিবিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির কর্মকতারা। মঙ্গলবার দিন ব্যাপি এসব প্রকল্প পরিদর্শন করেন জেলা সহকারী প্রকৌশলী মোঃ ইউনুস ও উপজেলা প্রকৌশলী স্যামল কুমার গাইন।এ সময় উপজেলা প্রকৌশলী স্যামল কুমার গাইন বলেন ১৫ নং চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১২০ কিলোমিটার কাচা সরক গুলোর মধ্যে ইতিপূর্বে ১০ টি প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে যা বাস্তবায়নের পথে।
১০ কিলোমিটার বেরি বাঁধের ক্ষতিগ্রস্ত রাস্তা কিছু দিনের মধ্যে মেরামত করা হবে। এবং সারে ৬ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে বাকি সবটুকু রাস্তা করা হবে। বাউফলের বিছিন্ন দ্বীপ ইউনিয়ন চন্দ্রদ্বীপের ৫৬ বর্গকিলোমিটার এলাকায় বসতি ২৬ হাজার লোকজনের যাতায়াত ব্যাবস্থা খুবই নাজুক তাই এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি,উপজেলা শ্রমিকদল সভাপতি মোঃহাচান মাহমুদ মন্জু,চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল বাসার, উপজেলা শ্রমিকদলের যুগ্ন আহ্বায়ক মোঃহাচান মল্লিক, মোঃরিপন মোঃমনির প্রমূখ।
আ. দৈ. /কাশেম/নাজিম