বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি তথা দেশের মানুষ বিশ্বাস করে আগামীর ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের বাক-বদলের নির্বাচন।
এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, গণমাধ্যম ছাড়াও দীর্ঘদিনের অপশাসন থেকে জাতি মুক্তি পাবে, দেশে সুশাসন ফিরে আসবে। ইনশাআল্লাহ, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এসে উন্নয়নের ৩১ দফার মাধ্যমে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করা হবে।’
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পতিত ফ্যাসিবাদের রানি শেখ হাসিনা আমাকে গুম করে হত্যা করতে চেয়েছিল। পরবর্তীতে একটি দেশে পাচার করে দিয়েছিল। আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়া ও ভালোবাসায় হাসিনার মৃত্যুকূপ থেকে ফিরে এসেছি। কিন্তু বিধিবাম, ছাত্র-জনতার তীব্র জনরোষে পড়ে ভারতের মাল শেখ হাসিনা হিন্দুস্থানে পালিয়ে যেতে বাধ্য হয়ে হয়েছেন।
হাসিনা পালিয়ে যাওয়ার আগে বিগত ১৫ বছরে ব্যাংক লুটের মাধ্যমে ২৯ লাখ ৩৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। যা দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।’তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একটি দল বেকার ভাতা প্রদান, ফ্যামিলি কার্ড বুঝে না। জনগণের দল বিএনপি রাষ্ট্র পরিচালনায় উন্নয়নের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছে।
নির্বাচনের মাঠ গরম করা স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিরোধী দলটির রাষ্ট্র পরিচালনায় কোনো পরিকল্পনা নেই। তারা বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ব্যর্থ স্বপ্ন দেখছে। যা কখনো পূরণ হওয়ার নয়।’
তিনি আরো বলেন, ‘দেশের পতাকা, স্বাধীনতার সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই সুরক্ষিত। তাই জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানাই।
বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির নীতি-আদর্শ, পরিকল্পনা আছে। অন্যদের তা নেই। যে প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতির বাস্তবায়ন করে বিএনপি। ক্ষমতায় গেলে শহীদেরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, তেমন একটি সাম্য, মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।’
খুটাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার কামালের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এম এ মনজুর, অধ্যক্ষ আবু তাহের চৌধুরী ও ছাদেকুর রহমানসহ প্রমুখ।