আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনায় কিছুটা বিলম্ব হতে পারে। সংসদ নির্বাচনের ভোটের পাশাপাশি গণভোটের ব্যালটও একসঙ্গে গণনা করতে হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে সময় বেশি লাগতে পারে বলে জানানো হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
শফিকুল আলম বলেন, এ বছর সাধারণ নির্বাচনের পাশাপাশি একটি রেফারেন্ডামও রয়েছে, পোস্টাল ব্যালটও রয়েছে, যার কারণে ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে।
এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায়, সে জন্য আপনারা আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন, যোগ করেন তিনি। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বরাত দিয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।