ঢাকা-১৭ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না।”
ভিডিওটি ধারণ করা হয় তার নির্বাচনি এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে এক মতবিনিময়কালে। সেখানে খালিদুজ্জামান বলেন, সারা দেশে জামায়াত ও শিবিরের শক্ত অবস্থান তৈরি হয়েছে এবং ঢাকায় কোনো আসন ছাড় দেওয়া হবে না। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ভয় পাওয়ার কিছু নেই, নির্বাচন হবে উৎসবের মতো, ঈদের আনন্দের মতোই।
ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, গুলশানে সংবাদ সম্মেলনের পরিকল্পনার কথাও তিনি কর্মীদের জানান এবং নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত থাকার নির্দেশ দেন। পাশাপাশি ছাত্রসংসদ নির্বাচনসহ বিভিন্ন ক্ষেত্রে শিবিরের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি।
এদিকে, এই বক্তব্যের মধ্যেই ডা. এসএম খালিদুজ্জামানের বিরুদ্ধে অনুমোদনহীন ডিগ্রি ব্যবহারের অভিযোগে শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। সোমবার (১৯ জানুয়ারি) সংস্থাটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত নোটিশে তাকে কারণ দর্শাতে বলা হয়।
বিএমডিসির অভিযোগ অনুযায়ী, খালিদুজ্জামান তার প্রচারপত্রে নামের পাশে ‘MSc in Clinical Embryology & Pre-implantation Genetics (India)’ ডিগ্রি ব্যবহার করছেন, যা বিএমডিসির স্বীকৃত নয়। এ বিষয়ে এক ব্যক্তি কাউন্সিলের কাছে লিখিত অভিযোগ করেন এবং প্রচারপত্রের কপিও জমা দেন।
নোটিশে বলা হয়, স্বীকৃত নয়—এমন ডিগ্রি ব্যবহার করে চিকিৎসাসেবা প্রদান করা আইন পরিপন্থি এবং এটি রোগীর সঙ্গে প্রতারণার শামিল। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারার আলোকে এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।
বিএমডিসি খালিদুজ্জামানকে ১৫ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে এবং তার বিএমডিসি নিবন্ধন নম্বর উল্লেখ করে জবাব দাখিলের নির্দেশ দিয়েছে।
তবে এ বিষয়ে ডা. খালিদুজ্জামান গণমাধ্যমকে জানান, তিনি এখনো শোকজ নোটিশ হাতে পাননি। তার দাবি, অভিযোগটি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, যাচাই-বাছাই করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।