মিথ্যা বিয়ে, গর্ভপাত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন ছাত্র মেহেদী আলম রুমান। এসব অভিযোগের প্রতিবাদে সোমবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদী আলম রুমান বলেন, তিনি বর্তমানে এমএসসি'তে ভর্তি প্রক্রিয়াধীন একজন ছাত্র। পারিবারিক সূত্রে ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন রসুলপুর গ্রামের মারিয়া আক্তার জিম নামের এক নারী তাকে চেনেন। তবে তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক, বিয়ে কিংবা দাম্পত্য জীবন কখনোই ছিল না।
তিনি অভিযোগ করে বলেন, মারিয়া আক্তার জিম মুক্তাগাছা থানায় দায়ের করা লিখিত অভিযোগে তার বিরুদ্ধে ইসলামী শরিয়ত অনুযায়ী বিবাহ, গর্ভধারণ ও গর্ভপাত করানোর মতো গুরুতর ও সম্পূর্ণ মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এমনকি অভিযোগে যে মোবাইল নম্বর থেকে ভয়ভীতি প্রদর্শনের কথা বলা হয়েছে, সেই নম্বরটি তার বা তার পরিবারের কারও নয়।
মেহেদী আলম রুমানের দাবি, তাকে ও তার পরিবারকে ব্ল্যাকমেইল এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও বলেন, গত ১৬ জানুয়ারি অভিযোগকারী পক্ষ সাংবাদিক পরিচয়ে একজন ব্যক্তির সহায়তায় কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ভিডিও রেকর্ড তৈরি করে অনলাইনে প্রচার করে, যা তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মানের মারাত্মক ক্ষতি করেছে।
সংবাদ সম্মেলনে তিনি এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে আর্থিক ও সামাজিক ফায়দা লোটার অপচেষ্টা করা হচ্ছে।
এ সময় তিনি মিথ্যা অভিযোগকারী নারী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।