নারায়ণগঞ্জে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩০ তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার, শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কে. এম. আওলাদ হোসেন, অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, বিশিষ্ট ব্যবসায়ি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ব্যবসা-বাণিজ্যের প্রসারে দেশের বিভিন্ন স্থানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন শাখা ও উপশাখা বিস্তৃতি কার্যক্রম চলমান রয়েছে। বিজ্ঞপ্তি
আ. দৈ. /কাশেম /রমজান