আইএফআইসি ব্যাংকে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘মিট দ্য সিনিয়র ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান।
গত ৩ আগস্ট আয়োজিত এই আয়োজনে অংশগ্রহণ করেন ব্যাংকের ডাটা প্রসেসিং ও আইটি সিস্টেম ম্যানেজমেন্ট এবং লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগে সদ্য যোগ দেওয়া ম্যানেজমেন্ট ট্রেইনি কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। তিনি নবনিযুক্ত ট্রেইনিদের উদ্দেশ্যে বলেন,
“ভবিষ্যতের ব্যাংকিং খাতে সফলতা অর্জনে পেশাদারিত্ব, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। আন্তরিকতা ও কর্পোরেট সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্ব পালন করাই সাফল্যের মূল চাবিকাঠি।”
অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা নবীন ট্রেইনিদের আন্তরিক অভিনন্দন জানান এবং কর্মক্ষেত্রে তাদের সফলতার জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।