দুই দিন আগে যশোর শহরে চলন্ত মোটরসাইকেলে প্রকাশ্যে বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এর রেশ কাটতে না কাটতেই মণিরামপুরে প্রকাশ্যে রানা প্রতাপ বৈরাগী (৪২) নামে আরও এক যুবককে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কপালিয়া বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত তুষার কান্তি বৈরাগীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি গুলির খোসা জব্দ করেছে। এ নিয়ে গত দুই দিনে যশোর জেলায় সন্ত্রাসীদের গুলিতে ২ জনের মৃত্যু হলো।
জানা গেছে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ বৈরাগী। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলির সংখ্যা বেশি হওয়ায় রানা প্রতাপ ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা জনসম্মুখে রানা প্রতাপকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনার পরপরই কপালিয়া বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, রানা প্রতাপ বৈরাগী এক সময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্য ছিলেন। প্রতিপক্ষ তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, কপালিয়া বাজারে একজনকে গুলি করে হত্যার ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন। সেখান থেকে ৭টি গুলির খোসা জব্দ করা হয়েছে। কারা এবং কী কারণে রানা প্রতাপ বৈরাগীকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে। খুনিদের ধরতে অভিযান চলছে।
উল্লেখ্য, এর আগে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কে সাবেক কমিশনার শাহেদ হোসেন নয়নের অফিসের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে বিএনপি নেতা আলমগীর হোসেনের (৫০) মাথায় গুলি করে হত্যা করা হয়। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত নিহতের জামাইসহ দুইজনকে আটক করেছে।