আইপিএলের নিলামে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বড় অঙ্কের অর্থে দলে নেওয়ার পর বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এবার প্রকাশ্য সমালোচনায় মুখর হয়েছেন ভারতের বিজেপির এক নেতা।
উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম মুস্তাফিজকে দলে নেওয়ার ঘটনায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের মিরাটে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
সঙ্গীত সোম বলেন, “একদিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ, অন্যদিকে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার কেনা হচ্ছে। অভিনেতা শাহরুখ খান ৯ কোটি টাকার বেশি দামে মুস্তাফিজুর রহমানকে কিনেছেন, যা বিশ্বাসঘাতকতার শামিল।”
তিনি আরও বলেন, “এ ধরনের লোকদের এই দেশে থাকার অধিকার নেই।” শাহরুখ খানের উদ্দেশে তিনি মন্তব্য করেন, “এই দেশের মানুষই আপনাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। আপনি এখান থেকে অর্থ উপার্জন করবেন, অথচ দেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করবেন—এটা মেনে নেওয়া যায় না।”
বিজেপি নেতা আরও দাবি করেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা ভারতে এলে বিমানবন্দর থেকেই বাধার মুখে পড়তে পারেন।এদিকে সঙ্গীত সোমের বক্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলটির নেতা সুরেন্দ্র রাজপুত বলেন, “বিজেপি একটি বিভাজনমূলক ও বিশ্বাসঘাতক দল। তারা কেবল শাহরুখ খান মুসলিম বলেই তাকে আক্রমণ করছে।”
এই বিতর্ক ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।