বাংলাদেশের ইতিহাস মানবতা ও গণতন্ত্রের কান্ডারি,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে সর্বকালে বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক এই জামানায় ইমামতি করেন। কয়েক লাখ মানুষ অংশ নিয়েছেন এই জানাজায়।
এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন এলাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত গায়েবানা জানাজায় বিএনপি নেতাকর্মী ছাড়াও নানা শ্রেনি এবং পেশার লোকজনের সাথে হাজার হাজার সাধারণ মানুষ অংশ নিয়েছেন।
বগুড়া: বুধবার বিকেল সাড়ে ৩টায় মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে হাজার হাজার মুসল্লি দু-হাত তুলে বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
সিলেট : সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এ গায়েবানা জানাজায় অংশ নেন।
রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত জানাজার সঙ্গে রাঙ্গামাটি মানুষও জানাজায় অংশ নেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার জানাজার সম্প্রচার করা এলইডি টিভির মাধ্যমে রাঙ্গামাটিতে দেখানো হয়। অর্থাৎ টিভিতে সম্প্রচার করা জানাজার সঙ্গে রাঙ্গামাটিতেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে অংশ নেন দলটির নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ।
ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দুপুর ২টা ৩০ মিনিটে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন মাওলানা নাহিদুল ইসলাম। জানাজায় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম