মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বছর বয়সী কন্যা শিশু তানহা খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশুর খালা মুন্নি খাতুন জানান, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে শ্বশুরবাড়ি থেকে করমদি নিজ বাড়িতে ফেরার পথে ভাটপাড়া (কুঠি) নামক স্থানে একটি লাটাহাম্বা (স্যালো ইঞ্জিনচালিত) গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
এতে ঘটনাস্থলেই শিশু তানহার পিতা তুহিন নিহত হন। গুরুতর আহত হন তুহিনের স্ত্রী তমা খাতুন ও একমাত্র কন্যা তানহা।
দুর্ঘটনার পর আহত মা ও শিশুকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরদিন বুধবার (২৪ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশু তানহা খাতুনের মৃত্যু হয়। শিশু তানহার মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
আ. দৈ./কাশেম