ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
রোববার সকালে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের কার্যালয় থেকে তার পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
মনিরুল হক সাক্কু কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরপর দুই মেয়াদে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হন। আওয়ামী লীগ সরকারের সময় দুইবার মেয়র নির্বাচিত হয়ে তিনি দেশব্যাপী আলোচনায় আসেন।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে পুনরায় মেয়র নির্বাচনে অংশ নেওয়ায় তিনি সমালোচনার মুখে পড়েন এবং পরবর্তীতে বহিষ্কৃত হন। বর্তমানে কুমিল্লা-৬ আসনে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে প্রচারণা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
এ ছাড়া একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে প্রচারণায় সাক্কু ও তার অনুসারীদের সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাক্কুর পক্ষে আইনজীবী গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, মনিরুল হক সাক্কু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে আসছেন। নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত তিনি ভোটারদের মতামতের ভিত্তিতে নেবেন।
রাজনৈতিক জীবনে মনিরুল হক সাক্কু ১৯৯৩ সালে কুমিল্লা জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হন এবং ২০১০ সাল পর্যন্ত ওই পদে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হন।
২০০৫ সালের উপনির্বাচনে তিনি কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০০৬ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে ২০০৯ সালে তিনি দ্বিতীয় মেয়াদে পৌর চেয়ারম্যানের দায়িত্ব পান।
২০১২ সালে কুমিল্লার প্রথম সিটি করপোরেশন নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী আফজল খানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালে পুনরায় মেয়র নির্বাচিত হন তিনি। ২০২১ সালে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ২০২২ সালের সিটি নির্বাচন ও ২০২৪ সালের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন সাক্কু।