ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসনে ফের প্রতিদ্বন্দ্বিতায় নামছেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে নির্বাচন করে তিনি ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।এ সময় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্য সদস্যরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। বিষয়টি আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নিশ্চিত করে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস।
রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৩ সংসদীয় আসন।এ আসনেই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আনোয়ারা ইসলাম রানী।
দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সামাজিক স্বীকৃতি প্রতিষ্ঠায় কাজ করে আসছেন রানী। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তিনি এরই মধ্যে প্রশংসিত হয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর আনোয়ারা ইসলাম রানী বলেন, ‘জনগণের ভালোবাসা ও উৎসাহ থেকেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কোনো দলের ছায়ায় নয়, শুধু মানুষের ভালোবাসা, বিশ্বাস ও ন্যায়ের শক্তিকে সঙ্গী করেই নির্বাচনে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমি সুবিধাভোগী হতে আসিনি। অবহেলিত মানুষের কণ্ঠস্বর হতে চাই। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই সংসদে যাওয়ার স্বপ্ন দেখি।’
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার কোনো সংসার বা পিছুটান নেই। তাই আমার সময়, শক্তি ও দায়বদ্ধতা রংপুর-৩ আসনের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় উৎসর্গ করতে চাই।’
এদিকে, রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার মো. মঞ্জুম আলী। অন্যদিকে, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নূরুল আমিনের পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী জানান, ‘বুধবার দুপুর পর্যন্ত রংপুরের ছয়টি আসনে কেউ মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেননি। তবে বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ারা ইসলাম রানী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’
সব মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুরে মনোনয়ন তৎপরতা ধীরে ধীরে গতি পাচ্ছে। এর মধ্যে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানীর অংশগ্রহণ নির্বাচনি মাঠে নতুন মাত্রা ও আলোচনার জন্ম দিয়েছে।